বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | BJP: বিজেপির টার্গেট ২০২৪-র লোকসভা ভোট

Sumit | ০৪ জানুয়ারী ২০২৪ ১৩ : ১৭Sumit Chakraborty


আবু হায়াত বিশ্বাস,দিল্লি: কয়েকমাস পরেই লোকসভা ভোট। ‘‌ইন্ডিয়া’ জোট কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে শাসক দল বিজেপিকে। ‌তাই লোকসভা ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি। মোদি মন্ত্রিসভার একঝাঁক রাজ্যসভার সাংসদকে এবার লোকসভায় প্রার্থী করতে চলেছে বিজেপি। তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। বিজেপি নেতৃত্ব মনে করছে, লোকসভা ভোটে কেন্দ্রীয় মন্ত্রীদের নামানো হলে বাড়তি সুবিধা মিলতে পারে। অতীতে, রাজ্যসভা সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকাকলীন স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেথি, রবিশংকর প্রসাদ বিহারের পাটনা এবং হরদীপ সিং পুরী পাঞ্জাবের অমৃতসর আসন থেকে লোকসভায় প্রার্থী করেছিল দল। এবং তাঁরা জয়ী হয়েছেন। আর তাতেই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে লোকসভা ভোটের প্রার্থী হলে আলাদা সুবিধা পাওয়া যায় বলেই মনে করছে তারা। এছাড়াও ওই সংশ্লিষ্ট মন্ত্রীদের জনপ্রিয়তার পরখ করে নিতে চাইছে পদ্মশিবির।
বিজেপি সূত্রের খবর, তামিলনাডুর কোনও আসন থেকে প্রার্থী করা হতে পারে নির্মলা সীতারামনকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজস্থানে জন্ম হলেও কর্মসূত্রে ওড়িশায় ছিলেন। আইএএস অফিসার ছিলেন। ওড়িশায় কালেকটর পদে কাজ করেছেন। তাঁকে রাজস্থান অথবা ওড়িশায় প্রার্থী করা হতে পারে বলে খবর। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। রাজ্যসভার সাংসদ ও পরিবেশ মন্ত্রী। তাঁকেও দল লোকসভায় প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করছে। শোনা যাচ্ছে, রাজস্থান অথবা হরিয়ানা থেকে দল তাঁকে প্রার্থী করতে পারে। বিজেপি সূত্রে খবর, ভুপেন্দ্র যাদব আজমেরে জন্ম হলেও হরিয়ানায় ভাল প্রভাব রয়েছে। অনেকেই জানেন না যে তাঁর পৈতৃক বাড়ি গুরুগ্রামে। গুরুগ্রাম, মানেসার, রেওয়াড়ির ওই অঞ্চলে তার ব্যাপক প্রভাব রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও গুজরাটের পাতিদার সম্প্রদায়ের নেতা। সেখানকার সৌরাষ্ট্র অঞ্চলের কোনও আসন থেকে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে। শিক্ষামন্ত্রী প্রধান অবশ্য নিজেই এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান এবং তা নিজের রাজ্য ওড়িশার ঢেঙ্কানল বা সম্বলপুর আসন থেকে। নিজের ইচ্ছার কথা বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রধান জানিয়েছেন এবং তাতে একপ্রকার সম্মতিও মিলে গিয়েছে বলেই খবর। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও লোকসভায় প্রার্থী করার ব্যাপারে ভাবছে বিজেপি। সেক্ষেত্রে তাঁর কংগ্রেসে থাকাকালীন জেতা আসন গুণা থেকেই লোকসভায় প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে বিজেপির অন্দরে। উল্লেখ্য, সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে। চার রাজ্যে বিজেপি ২১ জন সাংসদকে প্রার্থী করেছিল।




বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর

বন্ধ থাকবে নির্মাণ কাজ-রাস্তায় কমবে বাস, ধোঁয়াশা ঢাকা দিল্লিকে বাঁচাতে ৫ পরিকল্পনা...

আগামীকাল ব্যাঙ্কের কাজ রয়েছে? গুরু নানকের জন্মদিনে আপনার রাজ্যে ব্যাঙ্ক বন্ধ নেই তো? জানুন বিস্তারিত...

ছাত্র-ছাত্রীদের পদবি ধরে ডাকা যাবে না, একগুচ্ছ অভিনব নির্দেশিকা জারি শিশুদিবসে...

জল দিয়েই চলবে আস্ত একটা ট্রেন, নতুন দিশা দেখাবে ভারতীয় রেল...

মৃত্যুর পরেই হু-হু করে কমে গেল টাটার প্রিয় কোম্পানির কর্মীদের বেতন! পড়ল মাথায় হাত  ...

সম্পর্কে থাকলে চুমু খাওয়া অপরাধ নয়, আদালতে ওঠা মামলা নিয়ে মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের...

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট গ্রহণ শেষ, ভাগ্য পরীক্ষা ৪৩ আসনে, কত ভোট পড়ল পড়শি রাজ্যে...

হরিয়ানার এই মহিষের দাম ২৩ কোটি টাকা, কারণ জানলে অবাক হবেন...

মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে পাত্র, মন্ত্র উচ্চারণের বদলে গালিগালাজ! পাত্রীর কীর্তিতে গ্রামে শোরগোল ...

দীর্ঘসময় ধরে টয়লেটে বসে থাকেন, মারাত্বক ক্ষতির বার্তা দিলেন চিকিৎসকরা...

জুড়ে গেল এয়ার ইন্ডিয়া - ভিস্তারা, নতুন যুগের সূচনা ...

"আমাকে নিয়ন্ত্রণ করছে কম্পিউটার", এই আজব দাবি শুনে কী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত! ...

ভোটের প্রচারে মাথায় হাত মিঠুন চক্রবর্তীর, খোয়ালেন মানিব্যাগ ...

রক্তে ভেসে যাচ্ছে রাস্তা, পাহাড়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৬ পড়ুয়ার ...

সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আরও ভাল খবর, পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র ...



সোশ্যাল মিডিয়া



01 24